latest Post

আপনার এন্ডইড ফোনকে যেভাবে এড ফ্রী করবে - Tutorial



এন্ডইড ফোন এড ফ্রী



এড জিনিস টা খুব বেশি বিরক্তিকর । সেটা এন্ডইড ফোন হোক বা পিসি তে হোক । অবশ্য এটার মাধ্যমেই আমাদের এপ ডেভোলপার ভায়েরা কামাই করে । তাও মাঝে মধ্যে এটা বিরক্তির কারন হয়ে দারায় । ধরুন আপনার এন্ডইড  ফোনে গুরুত্বপূর্ণ একটা মিশন খেলছেন কোনো এক গেম এ হঠাত করে এড ভেসে উঠল , তখন কেমন লাগবে ? অবশ্য কিছু করার নেই । তাও আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি আপনার এন্ডইড ফোনকে পুরোপুরি ভাবে এড ফ্রী করে ফেলবেন । অনেক সহজ একটা পদ্ধতি আর ফোন ব্রিক করার সম্ভাবনা একদমি কম । আমি নিজেই ট্রাই করেছি । চমৎকার ভাবে কাজ করে ! 


তো আর কথা না বলে শুরু করা যাক

প্রথমে এই সফট টি ডাউনলোড করে নিন

AD Free.apk


জেনে রাখা ভাল এটি ইউজ করতে আপনার সেট রুটেড হতেই হবে *********

এবার এটি ইন্সটল দিন


এবার এটি ওপেন করুন


ওপেন হতে প্রথমে একটু টাইম লাগতে পারে

Root Access / Supersu access দিন



ওকে দিন



স্কিপ দিন

Download and Install দিন আর একটু অপেক্ষা করুন 


এন্ডইড ফোন এড ফ্রী

Root Acess দিন

এন্ডইড ফোন এড ফ্রী


এই মেসেজ পেলেই মনে করবেন আপনার কাজ শেষ :D


এড দিয়েই ডেভোলপারদের কামাই হয় । এজন্যে আমি এটা বেশি রেকোমেন্ড করব না । তাও আপনার ইচ্ছা হলে ট্রাই করতে পারেন

Enjoy :)

About Imtiaz

Imtiaz

Recommended Posts × +