এড জিনিস টা খুব বেশি বিরক্তিকর । সেটা এন্ডইড ফোন হোক বা পিসি তে হোক । অবশ্য এটার মাধ্যমেই আমাদের এপ ডেভোলপার ভায়েরা কামাই করে । তাও মাঝে মধ্যে এটা বিরক্তির কারন হয়ে দারায় । ধরুন আপনার এন্ডইড ফোনে গুরুত্বপূর্ণ একটা মিশন খেলছেন কোনো এক গেম এ হঠাত করে এড ভেসে উঠল , তখন কেমন লাগবে ? অবশ্য কিছু করার নেই । তাও আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি আপনার এন্ডইড ফোনকে পুরোপুরি ভাবে এড ফ্রী করে ফেলবেন । অনেক সহজ একটা পদ্ধতি আর ফোন ব্রিক করার সম্ভাবনা একদমি কম । আমি নিজেই ট্রাই করেছি । চমৎকার ভাবে কাজ করে !
তো আর কথা না বলে শুরু করা যাক
প্রথমে এই সফট টি ডাউনলোড করে নিন
AD Free.apk
জেনে রাখা ভাল এটি ইউজ করতে আপনার সেট রুটেড হতেই হবে *********
এবার এটি ইন্সটল দিন
এবার এটি ওপেন করুন
ওপেন হতে প্রথমে একটু টাইম লাগতে পারে
Root Access / Supersu access দিন
ওকে দিন
স্কিপ দিন
Download and Install দিন আর একটু অপেক্ষা করুন
Root Acess দিন
এই মেসেজ পেলেই মনে করবেন আপনার কাজ শেষ :D
এড দিয়েই ডেভোলপারদের কামাই হয় । এজন্যে আমি এটা বেশি রেকোমেন্ড করব না । তাও আপনার ইচ্ছা হলে ট্রাই করতে পারেন
Enjoy :)