latest Post

ফেসবুক রিএকশান (Facebook Reactions) : কেনো মার্ক ডিসলাইক(Dislike) বাটনের বদলে এটি দিল



Facebook Reactions
Image credit : facebook

ফেসবুক পাঁচটি নতুন বোতাম চালু করেছে যা ফেসবুক রিএকশান (Facebook Reactions) নামে পরিচিত । তারা ফেসবুকে ডিসলাইক বাটন (Dislike) বাটনের  বদলে এটি চালু করেছে । অথচ সবাইক ডিসলাইক বাটনই চেয়েছিল


ফেসবুক রিএকশান (Facebook Reactions)  কি ?

ফেসবুক রিএকশান আপনাকে শুধু লাইক দেয়া ছাড়া আরো অনেক সুবিধা দিয়ে থাকে . উদাহরণস্বরূপ, যদি আপনার একজন বন্ধুর ব্রেকাপ হয়  অথবা ফেরার পথে তাদের গাড়ী গুড়িয়ে যায় ,তাহলে এটাতে লাইক দিলে খুব খারাপ দেখাবে, এবং  হতে পারে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না এখানে ফলে  আপনি আর  কিছুই করছেন শেষ পর্যন্ত, এবং আপনার বন্ধু কখনই জানতে পারবেনা যে  আপনি তাদের পোস্ট দেখেছেন এবং তাদের সম্পর্কে চিন্তা করছেন ।




সাইটটি  ফেসবুক রিএকশান (Facebook Reactions) চালু করেছে , যার সাহায্যে ব্যবহারকারীরা "দুঃখ" এবং "রাগ " সহ পাঁচটি নতুন উপায়ে প্রতিক্রিয়া করতে পারবে . কিন্তু এটা বছর ধরে-আকাঙক্ষিত সবার চাওয়া  ডিসলাইক বোতামটি  চালু করেনি কিন্তু পুরোনো লাইক বাটনটি ঠিকি রেখেছে ।




ফেসবুক রিএকশান (Facebook Reactions)
ফেসবুক রিএকশান (Facebook Reactions)

 ফেসবুক রিএকশান (Facebook Reactions) ব্যাবহার করে আপনি কি কি করতে পারবেন ?

এখানে ছয়টি রিএকশান আছে যা আপনি আপাতত ব্যাবহার করতে পারবেন:


  • Like : এটি পুরোনো লাইক বাটনের মতই যেটা আমরা অনেক আগে থেকেই ব্যাবহার করছি

  • Love : লাল  বৃত্তের মধ্যে সাদা একটি হার্ট , এটা দিয়ে আপনি বুঝাতে পারবেন একজন লাইক এর থেকেও বেশি কিছু পাওয়ার যোগ্য

  • Ha-ha: লোল শব্দটার বদলে এটি চমতকার ভাবে ব্যাভয়ার করা যায় , এটি দিয়ে বন্ধুকে বোঝাতে পারবেন তার পোস্ট যে কতটা হাসির

  • Wow: অবাক হয়ে যাওয়া একটি মুখ দেখা যায় এখানে ।

  • Sad: কাওকে বাহবা দেখানোর জন্য এটি চমৎকার একটি ফিচার

  • Angry: পোস্টের প্রতি আপনার রাগ দেখানোর জন্য এটি ব্যাবহার করতে পারেন । ডিসলাইক বাটনের বদলে এটিও ব্যাবহার করতে পারেন । অনেকেই করছে :P




মার্ক জুকারবারগ বলেছেন যে

"আপনি প্রতিটা মুহূর্তে সুখের জিনিস শেয়ার করতে চাননা "

" মাঝে মধ্যে আপনি কিছু দুঃখের ও কষ্টের জিনিস শেয়ার করতে চান । আমাদের কমিউনিটি বেশ কয়েকবছর ধরে একটি ডিসলাইক বাটন চাচ্ছিল । কিন্তু এজন্য চাচ্ছিলনা যাতে বন্ধুকে বলতে পারে আমার কাছে তোমার পোস্ট পছন্দ হয়নি


ফেসবুক রিএকশান


"মানুষ তাদের সহানুভূতি প্রকাশ করতে চায় এবং তাদের আবেগ প্রকাশ করতে চায় ।


মানুষ আসলে একটি পোস্ট সম্পর্কে নেতিবাচক অনুভূতি প্রকাশ করতে চায়না ,তিনি বলেছেন, কিন্তু এর পরিবর্তে তারা একটি উপায় চায় যা দ্বারা তারা একটি পোস্টের ব্যাপারে দুঃখ প্রকাশ করতে পারবে


এর ফলে নতুন আপডেট চালু করা হয়েছে যা দ্বারা আপনি পোস্টের ব্যাপারে আপনার অনুভুতি শেয়ার করতে পারবেন


যারা এখনো জানেন না কিভাবে  ফেসবুক রিএকশান (Facebook Reactions) ব্যাবহার করবেন  তারা দেখেন নিন কিভাবে এটা ব্যাবহার করবেন


এন্ডইড ফোনের ক্ষেত্রে 

  • ফেসবুকে এপ্লিকেশানে লগিন করুন  

  • লাইক বাটনটি ধরে রাখুন আর যেকোনো রিএকশান ক্লিক করে ছেড়ে দিন আপনার বন্ধুর জন্য 


 
ফেসবুক রিএকশান (Facebook Reactions)
ফেসবুক রিএকশান (Facebook Reactions)

ওয়েবের ক্ষেত্রে 

  • লাইক বাটনটির উপর মাউস পয়েন্টার টি রাখুন 

  • এতে ফেসবুক রিএকশান ভেসে উঠবে 

  • আপনার পছন্দমত যেকোনো রিএকশান সিলেক্ট করুন   

     
    facebook reaction

     

এত  সুবিধা দিল ফেসবুক কিন্তু এখন লাইক মি স্ট্যাটাস মেরে বেড়ায় এখন তারা কি করবে :P ?

আপনার মতামত জানাতে ভুলবেন না । আজকে এতটুকুই । কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ :)

আমার কিছু ইংরেজি পোস্ট যা পড়ে দেখতে পারেন


আমাকে ফেসবুকে পাবেন

আমার আইডি => Imtiaz alam

আমার পেজে => Imtiaz

আমাদের গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন =>  Desperately Seeking Tech





About Imtiaz

Imtiaz

Recommended Posts × +