কেমন আছেন ? আশা করি ভালো আছেন . Pokemon Go গেম টি রিলিজ পেয়েছে কয়েক মাস আগে কিন্তু দুক্ষজঙ্ক যে এটি আমাদের দেশে এখনো ছাড়েনি । তো আমরা কি এখন বসে থাকবো ?
কখনোই না !
এজন্য আমি আজকে আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ ভাবে কিভাবে গেমটি শুরু করবেন আর কিভাবে একজন প্রো প্লেয়ার হিসেবে নিজেকে গড়ে তুলবেন !
গেমটি কিন্তু এখন অফিসিয়ালি প্লে স্টোর থেকে নামাতে পারবেন না । এজন্যে কিভাবে ব্যাতিক্রম পদ্ধতিতে এই গেমটি খেলবেন আমি আজ তা দেখাবো ।
অনেকেই হয়তবা জানেন কিভাবে খেলতে হয় , এজন্য এই পোস্ট টি আমি একদম নতুন দের জন্য লিখছি ।
তো শুরু করা যাক ।
প্রথমে এই এপ গুলো নামিয়ে নিন আপনার স্মারট ফোনে ।
Pokemon Go app Update
শুরু করার জেনে রাখা ভালো যে আপনার এন্ড্রইড সেট টি রুট করা থাকতে হবে । রুট না করলে ঠিকমত চলবেনা
এজন্য রুট করে তারপর শুরু করুন ।
যারা রুট করতে পারেন না তারা Kingroot ব্যাবহার করুন
এবার এপ এর ভিতর দিয়ে Fake Gps খুজে বের করুন
উপরে সার্চ বাটন সিলেক্ট করে যেকোনো একটি লোকেশান দিন
এখানে দেখছেন নিল মার্কার টা ১৪০১ - ১৪০৭ নম্বর রোডে সিলেক্ট করা আছে
ব্যান পাওয়ার পর যদি আনব্যান খেতে চান তাহলে আপনার নিকটস্থ পোকেস্টপ কে ৪০বার ঘুরাবেন । আর দেখবেন আপনার ব্যান ভেঙ্গে গিয়েছে !
কখনোই না !
এজন্য আমি আজকে আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ ভাবে কিভাবে গেমটি শুরু করবেন আর কিভাবে একজন প্রো প্লেয়ার হিসেবে নিজেকে গড়ে তুলবেন !
গেমটি কিন্তু এখন অফিসিয়ালি প্লে স্টোর থেকে নামাতে পারবেন না । এজন্যে কিভাবে ব্যাতিক্রম পদ্ধতিতে এই গেমটি খেলবেন আমি আজ তা দেখাবো ।
অনেকেই হয়তবা জানেন কিভাবে খেলতে হয় , এজন্য এই পোস্ট টি আমি একদম নতুন দের জন্য লিখছি ।
তো শুরু করা যাক ।
প্রথমে এই এপ গুলো নামিয়ে নিন আপনার স্মারট ফোনে ।
- Link2SD : গুগল প্লে স্টরে যেয়ে সার্চ দিন পেয়ে যাবেন
- Fake Gps Pro : https://globalapk.co/apk/0/60471-fake-gps-location-spoofer-v4-6
- Pokemon Go App : http://www.apkmirror.com/apk/niantic-inc/pokemon-go/pokemon-go-0-35-0-release/pokemon-go-0-35-0-android-apk-download/
Pokemon Go app Update
আপনার ফেসবুক/ টুইটার / ইউটিউব একাউন্টে হাজার হাজার লাইক / শেয়ার / কমেন্ট চান ? তাহলে এই পোস্ট টি দেখুন : How to get Hun-dreads of Social Engagements ( এটি অটোলাইক নয় কিন্তু )
শুরু করার জেনে রাখা ভালো যে আপনার এন্ড্রইড সেট টি রুট করা থাকতে হবে । রুট না করলে ঠিকমত চলবেনা
এজন্য রুট করে তারপর শুরু করুন ।
যারা রুট করতে পারেন না তারা Kingroot ব্যাবহার করুন
কিভাবে Pokemon Go শুরু করবেন
প্রথমে আপনার মোবাইলে উপরক্ত এপ গুলো ইন্সটল করুন ।
ইন্সটল করার পর Link2SD এপ টি ওপেন করুন । ( যদি রুট পারমিশন চায় একসেপ্ট করুন )
এবার এপ এর ভিতর দিয়ে Fake Gps খুজে বের করুন
এবার ফেক জিপিএস সিলেক্ট করে ডান পাসের মেনু বাটনে ক্লিক করুন আর " Convert to system app" এ সিলেক্ট করুন
![]() |
আমি আগে করে ফেলেছি বলে এখানে ইউজার এপ দেখাচ্ছে । |
এবার আপনার ফোন টি রিবুট / রিস্টার্ট করুন
এবার Link2SD app টি আবার ও্বপেন করে ফেক জিপিএস এপ টি খুজে বের করুন ( নাতো উপরে সর্ট বাটন দেখবেন ওয়িখান থেকে System app সিলেক্ট করুন )
ফেক জিপিএস এপ টি ওপেন করে লঞ্চ দিন
ফেক জিপি এস এপ টি ওপেন করার আগে আপনার সেটিংস এর লোকেশান থেকে লোকেসান মোড অন করবেন
মোড এ " Device Only " দিবেন
আর একদম নিচে গুগল লোকেশান অফ করবেন
যেহেতু এটা GPS বেস গেম আপনার লোকেশান অন থাকতে হবে
এবার ফেক জিপিএস এপ ওপেন করুন
এপ এর সেটিং এ যান > " Expert Mode " অন করুন ( যদি সেট এ রুট না থাকে তাহলে এতা কাজ করবেনা )
এবার আপনার ফেক জিপিএস এর হোম পেজে যান
উপরে সার্চ বাটন সিলেক্ট করে যেকোনো একটি লোকেশান দিন
যেমন ঃ Santa Monica
এবার সার্চ দিয়ে নিচে ডানের প্লে বাটনে ক্লিক করুন
আপনার কাজ শেষ !
এবার এপ টা মিনিমাইজ হয়ে যাবে ! চিন্তার কোনো কারন নেই !
পোকেমন গো এপ টি ওপেন করুন
আপনার জন্ম তারিখ দিন
এবার আপনার যেকোনো জিমেইল আইডি দিয়ে লগিন দিন
কাজ শেষ
আপনার গেমটি অন হবে
১মে ৩টি পোকেমন দেখতে পারবেন , যেকোনো একটা ধরুন
একটা মজার জিনিস শিখিয়ে দেই ......
এই ৩টাকে ৫বার এড়িয়ে অন্য দিকে হাটতে থাকুন
তারপর দেখবেন পিকাচু হাজির হবে !
এবার পিকাচুকে ধরুন
আচ্ছা অনেক কিছু করলেন তো এবার হাটিবেন কি করে ?
Also read : কিভাবে রেয়ার ও হিডেন পোকেমন খুজে বের করবেন
এই গেমটার সবচেয়ে বড় আকর্ষণ হল যে এই গেম আপনি হেটে হেটে খেলতে পারবেন । কিন্তু যেহেতু এটি আমাদের দেশে চালু হয়নি সুতরাং আপনাকে একটু বেয়াইনী ও ভার্চুয়াল ভাবে হাটতে হবে !
অনেক সোজা !
আপনি গেম অন থাকা অবস্তায় নোটিফিকেশান বার থেকে ফেক জিপিএস সিলেক্ট করবেন
আপনি যখন একতী লোকেশান সিলেক্ট করবেন তখন দেখিবেন একতা মার্কার / প্যেন্টার দেয়া আছে ম্যাপ এ
পয়েন্টার টি হালকা ডানে / বামে / সোজা / পিছে নিন , দেখবেন আপনার ক্যারেক্টার ও নড়তে শুরু করে দিয়েছে !
এখানে দেখছেন নিল মার্কার টা ১৪০১ - ১৪০৭ নম্বর রোডে সিলেক্ট করা আছে
Also read : আপনার এন্ড্রইড সেট কে কিভাবে এড ফ্রী করবেন
আপনি হালকা বামে সরিয়ে দিবেন মার্কার টা ।
দেখেন ঠিকানাও চেঞ্জ হয়ে গেল !
দেখুন আপনার ক্যারেক্তার ও নড়তে শুরু করেছে
পুরো গেম খেলতে হলে আপনাকে এভাবেই নড়তে হবে
Warning : বেশি লাফ দিয়েন না গেম এ কিন্তু !!
হালকা আগাবেন , এক এলাকা থেকে আরেক এলাকায় লাফাবেন না ভুলেও !
হালকা ব্যান খাবেন
ফলাফল কয়েক ঘন্টার জন্য খেলতে পারবেন না
বান থেকে মুক্তি পাবার নিয়ম দেখান এখানে : How To unban from Pokemon Go
এখব গেম টা খেলবেন কি করে ?
যখন সামনে একটি পোকেমন পাবেন তখন সেটিতে ক্লিক করুন । আপনার সামনে পোকেমন হাজির হবে ! আপনি যদি Ar মোড অন রাখেন তাহলে দেখবেন আপনার সামনেই পোকমন হাজির !
পোকমন ধরার জন্য পোকেবলটি আপনার আঙ্গুল দিয়ে পোকেমন এর দিকে ছুড়ে মারুন । কিছু প্র্যাকটিস করলে শিখে ফেলবেন
এখন প্রথম পোকেমন ধরার পর আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পোকেমন ধরতে হবে । যত হাটবেন তত নতুন নতুন পোকেমন খুজে পাবেন ! হাটার স্ময় এমন জিনিস অনেক পাবেন ।
এগুলোকে বলে পোকেসস্টপ যা আপনাকে ফ্রী পোকেবল ও বিভিন্ন ওষধ দিবে আপনার পোকেমন কে হিল করার জন্য ...
কেন হীল করবেন ?
এই গেম এ শুধু পোকেমন ধরবেন তা তো আর হতে পারেনা ! আপনি হাটার সময় প্রায় দেখবেন
কিছু লম্বা লম্বা বিল্ডিং এর মত সেগুলো হলো জীম । যেখানে আপনি লেভেল ফাইভের পর আপনার পোকেমন দিয়ে যুদ্ধ করতে পারবেন !
তো অনেক কিছুই তো লিখলাম । এখন কিছু টিপস দিব আপনাকে যা গেম এ অনেক কাজে লাগবে আপনার !
১) একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে রাখুন
এই গেম যতই মজার হোক না কেনো , এটি আপনার মোবাইলে ব্যাটারি উইসাইন বোল্টের দৌড়ানোর গতিতে চার্জ কাটোবে ! অবশ্য গেম এর সেটিং এ পাওয়ার সেভিং মোড আছে তাও আপনি একটি পাওয়ার ব্যাঙ্ক কিনে রাখুন । দেখবেন প্রয়োজনীয় পকেমন পাওয়ার সময় মোবাইলের চার্জ খতম হয়ে যাবে !
২) একস্ট্রা পোকবল কিভাবে পাবেন ?
আপনি মনে করবেন না যে আপনাকে আনলিমিটেড পোকেবল দেয়া হবে ! অনেক সময় এমন হবে যে একতা ধরতে গিয়ে ১০/১২ টা বল নষ্ট হবে ! পোকেবল শেষ হয়ে গেলে আপনার হাতে দুইটি অপ্সান থাকবে ।। এক ডলার খরচ করে পোকবল কিনা নাতো পোকেস্টপ খুজে বের করা । পোকেস্টপ পাওয়ার পর সেটি ঘুরাবেন আর ফ্রী ফ্রী রিসোর্স আর পোকেবল পাবেন !
৩) সাইকেল ব্যাবহার করবেন
এটি এখন কাজে লাগবেনা । কিন্তু যখন পোকেমন গো অফিসিয়ালি আসবে তখন হাটার কষ্ট থেকে বাচার জন্য সাইকেল চালাবেন আর পোকমন গো খেলবেন ! এতে বেয়াম ও হবে পোকেমন ও খুজে পাবেন !
৪) AR Mode অফ রাখবেন
পোকেমন গো এর মেইন আকর্ষণ হল যে এই গেমটি আপনি আসল দুনিয়ায় উপভোগ করতে পারবেন Ar মোড দিয়ে । কিন্তু এটি অনেক চার্জ কাটে ! এজন্য অফ করে খেলবেন । অফ করে খেললে তত খারাপও লাগিবেনা !
৫) সহজে রেয়ার পোকেমন খুজে বের করুন
অনেক খুজাখুজি না করেও কিন্তু ভাল পোকেমন পাও্যা সম্ভব ! এজন্যে আপনাকে একটি থার্ড পার্টি ওয়েবসাইট ব্যাবহার করতে হবে ! কিভাবে করবেন তা এখানে দেখে নিন ঃ How to find Rare Pokemon
৬) নিজেকে কিভাবে আনব্যান করবেন
সবচেয়ে দুঃখজনক কথা হলো যে এভাবে পোকেম্ন গো খেললে আপনার আইডি সফট ব্যান খাবে যদি আপনি দেশ বদলাম অনেক বার । ব্যান খেলে আপনি :
- পোকেমন ধরতে পারবেন না
- পকেস্টপ আপনার জন্য কাজ করবেনা
ব্যান পাওয়ার পর যদি আনব্যান খেতে চান তাহলে আপনার নিকটস্থ পোকেস্টপ কে ৪০বার ঘুরাবেন । আর দেখবেন আপনার ব্যান ভেঙ্গে গিয়েছে !
শেষ কিছু কথা :
Pokemon Go একটি মজার গেম । খুব শিগ্রই ক্ল্যাশ অফ ক্ল্যান কে টপকিয়ে দিবে ! কিন্তু এভাবে গেমটি খেলা গেম ডেভোলপার দের রুলস এর বিপক্ষে ! এজন্যেই সফট ব্যান খাবেন ।
কিন্তু দুক্ষজনক একটি তথ্য হল যে তারা টের পেয়েছে এভাবে অনেকে অনেক পোকেমিন ধরচে আর এটা তাদের ভালো লাগেনি , এজন্যে তারা বলেছে যে তারা শিগ্রই এমন চিটার দের বের করে দিবে গেম থেকে
সুতরাং সাবধানতা বজায় রেখে খেলুন !
এই গেম এর সাথে সংশ্লিষ্ট কিছু আর্টিকেল ঃ
কোনো প্রবলেম থাকলে কমেন্টে শেয়ার করুন .
শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ !