latest Post

Pokemon Go Bangla Tutorial : কিভাবে এই গেমটি বাংলাদেশে খেলবেন



কেমন আছেন ? আশা করি ভালো আছেন . Pokemon Go গেম টি রিলিজ পেয়েছে কয়েক মাস আগে কিন্তু দুক্ষজঙ্ক যে এটি আমাদের দেশে এখনো ছাড়েনি । তো আমরা কি এখন বসে থাকবো ?

কখনোই না !

এজন্য আমি আজকে আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ ভাবে কিভাবে গেমটি শুরু করবেন আর কিভাবে একজন প্রো প্লেয়ার হিসেবে নিজেকে গড়ে তুলবেন !

গেমটি কিন্তু এখন অফিসিয়ালি প্লে স্টোর থেকে নামাতে পারবেন না । এজন্যে কিভাবে ব্যাতিক্রম পদ্ধতিতে এই গেমটি খেলবেন আমি আজ তা দেখাবো ।

অনেকেই হয়তবা জানেন কিভাবে খেলতে হয় , এজন্য এই পোস্ট টি আমি একদম নতুন দের জন্য লিখছি ।

তো শুরু করা যাক ।

প্রথমে এই এপ গুলো নামিয়ে নিন আপনার স্মারট ফোনে ।

পোকেমন গো এপটি ডেইলি আপডেট হয় এজন্য প্রতিদিনের আপডেট পেতে ডেইলি এখানে ভিজিট করুন
Pokemon Go app Update  

আপনার ফেসবুক/ টুইটার / ইউটিউব একাউন্টে হাজার হাজার লাইক / শেয়ার / কমেন্ট চান ? তাহলে এই পোস্ট টি দেখুন : How to get Hun-dreads of Social Engagements ( এটি অটোলাইক নয় কিন্তু )  


শুরু করার জেনে রাখা ভালো যে আপনার এন্ড্রইড সেট টি রুট করা থাকতে হবে । রুট না করলে ঠিকমত চলবেনা

এজন্য রুট করে তারপর শুরু করুন ।

যারা রুট করতে পারেন না তারা Kingroot ব্যাবহার করুন

কিভাবে Pokemon Go শুরু করবেন

প্রথমে আপনার মোবাইলে উপরক্ত এপ গুলো ইন্সটল করুন । 

ইন্সটল করার পর Link2SD এপ টি ওপেন করুন । ( যদি রুট পারমিশন চায় একসেপ্ট করুন )





এবার এপ এর ভিতর দিয়ে Fake Gps খুজে বের করুন 
  

এবার ফেক জিপিএস সিলেক্ট করে ডান পাসের মেনু বাটনে ক্লিক করুন আর " Convert to system app" এ সিলেক্ট করুন 

আমি আগে করে ফেলেছি বলে এখানে ইউজার এপ দেখাচ্ছে ।
আমি আগে করে ফেলেছি বলে এখানে ইউজার এপ দেখাচ্ছে ।



এবার আপনার ফোন টি রিবুট / রিস্টার্ট করুন 


এবার Link2SD app টি আবার ও্বপেন করে ফেক জিপিএস এপ টি খুজে বের করুন ( নাতো উপরে সর্ট বাটন দেখবেন ওয়িখান থেকে System app সিলেক্ট করুন )

ফেক জিপিএস এপ টি ওপেন করে লঞ্চ দিন





ফেক জিপি এস এপ টি ওপেন করার আগে আপনার সেটিংস এর লোকেশান থেকে লোকেসান মোড অন করবেন 

মোড এ " Device Only " দিবেন 

আর একদম নিচে গুগল লোকেশান অফ করবেন 

যেহেতু এটা GPS বেস গেম আপনার লোকেশান অন থাকতে হবে




এবার ফেক জিপিএস এপ ওপেন করুন 

এপ এর সেটিং এ যান > " Expert Mode " অন করুন ( যদি সেট এ রুট না থাকে তাহলে এতা কাজ করবেনা )

এবার আপনার ফেক জিপিএস এর হোম পেজে যান 


উপরে সার্চ বাটন সিলেক্ট করে যেকোনো একটি লোকেশান দিন

যেমন ঃ Santa Monica 

এবার সার্চ দিয়ে নিচে ডানের প্লে বাটনে ক্লিক করুন 

আপনার কাজ শেষ !

এবার এপ টা মিনিমাইজ হয়ে যাবে ! চিন্তার কোনো কারন নেই !


পোকেমন গো এপ টি ওপেন করুন 

আপনার জন্ম তারিখ দিন

এবার আপনার যেকোনো জিমেইল আইডি দিয়ে লগিন দিন

কাজ শেষ 




আপনার গেমটি অন হবে 

১মে ৩টি পোকেমন দেখতে পারবেন , যেকোনো একটা ধরুন 

একটা মজার জিনিস শিখিয়ে দেই ......

এই ৩টাকে ৫বার এড়িয়ে অন্য দিকে হাটতে থাকুন 

তারপর দেখবেন পিকাচু হাজির হবে ! 

এবার পিকাচুকে ধরুন
http://lwimtiaz.blogspot.com/

আচ্ছা অনেক কিছু করলেন তো এবার হাটিবেন কি করে ? 


এই গেমটার সবচেয়ে বড় আকর্ষণ হল যে এই গেম আপনি হেটে হেটে খেলতে পারবেন । কিন্তু যেহেতু এটি আমাদের দেশে চালু হয়নি সুতরাং আপনাকে একটু বেয়াইনী ও ভার্চুয়াল ভাবে হাটতে হবে !

অনেক সোজা !

আপনি গেম অন থাকা অবস্তায় নোটিফিকেশান বার থেকে ফেক জিপিএস সিলেক্ট করবেন 

আপনি যখন একতী লোকেশান সিলেক্ট করবেন তখন দেখিবেন একতা মার্কার / প্যেন্টার দেয়া আছে ম্যাপ এ 

পয়েন্টার টি হালকা ডানে / বামে / সোজা / পিছে নিন , দেখবেন আপনার ক্যারেক্টার ও নড়তে শুরু করে দিয়েছে !



এখানে দেখছেন নিল মার্কার টা ১৪০১ - ১৪০৭ নম্বর রোডে সিলেক্ট করা আছে


Also read : আপনার এন্ড্রইড সেট কে কিভাবে এড ফ্রী করবেন

 

আপনি হালকা বামে সরিয়ে দিবেন মার্কার টা ।

দেখেন ঠিকানাও চেঞ্জ হয়ে গেল !





দেখুন আপনার ক্যারেক্তার ও নড়তে শুরু করেছে

পুরো গেম খেলতে হলে আপনাকে এভাবেই নড়তে হবে 

Warning : বেশি লাফ দিয়েন না গেম এ কিন্তু !! 

হালকা আগাবেন , এক এলাকা থেকে আরেক এলাকায় লাফাবেন না ভুলেও ! 

হালকা ব্যান খাবেন 

ফলাফল কয়েক ঘন্টার জন্য খেলতে পারবেন না 

বান থেকে মুক্তি পাবার নিয়ম দেখান এখানে : How To unban from Pokemon Go

এখব গেম টা খেলবেন কি করে ?  

 

 যখন সামনে একটি পোকেমন পাবেন তখন সেটিতে ক্লিক করুন । আপনার সামনে পোকেমন হাজির হবে ! আপনি যদি Ar মোড অন রাখেন তাহলে দেখবেন আপনার সামনেই পোকমন হাজির ! 

পোকমন ধরার জন্য পোকেবলটি আপনার আঙ্গুল দিয়ে পোকেমন এর দিকে ছুড়ে মারুন । কিছু প্র্যাকটিস করলে শিখে ফেলবেন

এখন প্রথম পোকেমন ধরার পর আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পোকেমন ধরতে হবে । যত হাটবেন তত নতুন নতুন পোকেমন খুজে পাবেন ! হাটার স্ময় এমন জিনিস অনেক পাবেন । 

এগুলোকে বলে পোকেসস্টপ যা আপনাকে ফ্রী পোকেবল ও বিভিন্ন ওষধ দিবে আপনার পোকেমন কে হিল করার জন্য ... 

কেন হীল করবেন ? 

এই গেম এ শুধু পোকেমন ধরবেন তা তো আর হতে পারেনা ! আপনি হাটার সময় প্রায় দেখবেন 
কিছু লম্বা লম্বা বিল্ডিং এর মত সেগুলো হলো জীম । যেখানে আপনি লেভেল ফাইভের পর আপনার পোকেমন দিয়ে যুদ্ধ করতে পারবেন !

তো অনেক কিছুই তো লিখলাম । এখন কিছু টিপস দিব আপনাকে  যা গেম এ অনেক কাজে  লাগবে আপনার !

 

১) একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে রাখুন 

এই গেম যতই মজার হোক না কেনো , এটি আপনার মোবাইলে ব্যাটারি উইসাইন বোল্টের দৌড়ানোর গতিতে চার্জ কাটোবে ! অবশ্য গেম এর সেটিং এ পাওয়ার সেভিং মোড আছে তাও আপনি একটি পাওয়ার ব্যাঙ্ক কিনে রাখুন । দেখবেন প্রয়োজনীয় পকেমন পাওয়ার সময় মোবাইলের চার্জ খতম হয়ে যাবে !

২) একস্ট্রা পোকবল কিভাবে পাবেন ? 

আপনি মনে করবেন না যে আপনাকে আনলিমিটেড পোকেবল দেয়া হবে ! অনেক সময় এমন হবে যে একতা ধরতে গিয়ে ১০/১২ টা বল নষ্ট হবে ! পোকেবল শেষ হয়ে গেলে আপনার হাতে দুইটি অপ্সান থাকবে ।। এক ডলার খরচ করে পোকবল কিনা নাতো পোকেস্টপ খুজে বের করা  । পোকেস্টপ পাওয়ার পর সেটি ঘুরাবেন আর ফ্রী ফ্রী রিসোর্স আর পোকেবল পাবেন !

http://learn-with-imtiaz.blogspot.com/


৩) সাইকেল ব্যাবহার করবেন 

এটি এখন কাজে লাগবেনা । কিন্তু যখন পোকেমন গো অফিসিয়ালি আসবে তখন হাটার কষ্ট থেকে বাচার জন্য সাইকেল চালাবেন আর পোকমন গো খেলবেন ! এতে বেয়াম ও হবে পোকেমন ও খুজে পাবেন !

৪) AR Mode অফ রাখবেন 


পোকেমন গো এর মেইন আকর্ষণ হল যে এই গেমটি আপনি আসল দুনিয়ায় উপভোগ করতে পারবেন Ar মোড দিয়ে । কিন্তু এটি অনেক চার্জ কাটে ! এজন্য অফ করে খেলবেন । অফ করে খেললে তত খারাপও লাগিবেনা ! 

৫) সহজে রেয়ার  পোকেমন খুজে বের করুন 

অনেক খুজাখুজি না করেও কিন্তু ভাল পোকেমন পাও্যা সম্ভব ! এজন্যে আপনাকে একটি থার্ড পার্টি ওয়েবসাইট ব্যাবহার করতে হবে ! কিভাবে করবেন তা এখানে দেখে নিন ঃ How to find Rare Pokemon

৬) নিজেকে কিভাবে আনব্যান করবেন 

সবচেয়ে দুঃখজনক কথা হলো যে এভাবে পোকেম্ন গো খেললে আপনার আইডি সফট ব্যান খাবে যদি আপনি দেশ বদলাম অনেক বার । ব্যান খেলে আপনি :

  • পোকেমন ধরতে পারবেন না 
  • পকেস্টপ আপনার জন্য কাজ করবেনা 

ব্যান পাওয়ার পর যদি আনব্যান খেতে চান তাহলে আপনার নিকটস্থ পোকেস্টপ কে ৪০বার ঘুরাবেন । আর দেখবেন আপনার ব্যান ভেঙ্গে গিয়েছে !


শেষ কিছু কথা :

Pokemon Go একটি মজার গেম । খুব শিগ্রই ক্ল্যাশ অফ ক্ল্যান কে টপকিয়ে দিবে ! কিন্তু এভাবে গেমটি খেলা গেম ডেভোলপার দের রুলস এর বিপক্ষে ! এজন্যেই সফট ব্যান খাবেন ।

কিন্তু দুক্ষজনক একটি তথ্য হল যে তারা টের পেয়েছে এভাবে অনেকে অনেক পোকেমিন ধরচে আর এটা তাদের ভালো লাগেনি , এজন্যে তারা বলেছে যে তারা শিগ্রই এমন চিটার দের বের করে দিবে গেম থেকে 


সুতরাং সাবধানতা বজায় রেখে খেলুন ! 

এই গেম এর সাথে সংশ্লিষ্ট কিছু আর্টিকেল ঃ


কোনো প্রবলেম থাকলে কমেন্টে শেয়ার করুন . 

শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ !


About Imtiaz

Imtiaz

Recommended Posts × +